× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক মারধরে জড়িতদের গ্রেপ্তার দাবিতে ঘেরাও কর্মসূচি

কামরুল হাসন টিটু,রংপুর, ব্যুরো

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮ পিএম

রংপুর সিটি করপোরেশনের (রসিক) লাইসেন্স বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে এক জ্যেষ্ঠ সাংবাদিককে তুলে নিয়ে মারধরের ঘটনায় দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। একই সাথে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবি জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া না হলে আগামী বুধবার রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ।  

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়।  

মানববন্ধনে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে’র সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিটি প্রেসক্লাবের সভাপতি  স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন ও রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে অটোরিকশার লাইসেন্স নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত বাদলের ওপর মব সৃষ্টি করে তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ ঘটনা জড়িতদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়া হয়নি। উপরন্ত সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্রেড লাইসেন্স শাখার কর্মকর্তার নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের সিটি ভবনের ভেতরে আটকে রেখে হেনস্তা করার ধৃষ্টতা দেখানো হয়েছে। এসব ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা।

পরে আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক। তিনি বলেন, অটো রিকশার লাইসেন্সের জন্য জুলাই যোদ্ধার নামে কারা কারা আবেদন করেছেন। তাদের তালিকা ও পরিচয় প্রকাশ করতে হবে। সম্প্রতি আদালতে মামলা থাকা সত্বেও যে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেয়া হয়েছে। সে বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং প্রধান নির্বাহী উম্মে ফাতেমা এবং ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজুসহ মব সৃষ্টি করে হেনস্তাকারী কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করা না হলে বুধবার দুপুরে পুলিশ কমিশনার অফিস ঘেরাও করা হবে। এছাড়াও সিটি করপোরেশনের ইতিবাচক সকল সংবাদ পরিবেশন বন্ধ রেখে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রচার-প্রকাশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির প্রথম যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, আমার বাংলাদেশ-এবি পার্টির রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বারি, আইনজীবী পলাশকান্তি নাগ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক বেলাল হোসেন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.