ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হাজী সালেহ আহাম্মেদ ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তফাজ্জল হোসেন।
ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হাজী সালেহ আহাম্মেদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আনওয়ারুল আযীম, উপ-সহকারী কৃষি অফিসার মো. আবদুল মান্নান, সফিক উল্ল্যা, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলম। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও কৃষক উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন।