গ্রাহক সেবার ব্রত নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুপার শপ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঘাঘর বাজার থানা মার্কেটে অবস্থিত কোটালীপাড়া সুপার শপ নামক এই ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন কর্তৃপক্ষ।
বেবীশপ থেকে শুরু হয়ে পোশাক, কসমেটিক, কঞ্জুমার, পাদুকা সহ নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পন্য একই ছাদের নিচে পাওয়া যাবে এই শপে। তবে মাছ মাংস সহ কাচা বাজারের সংযোজন হবে অতিশীঘ্রই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন শেখ। ৬৮৪টি পন্য নিয়ে যাত্রা শুরু করা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান রয়েছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
শনিবার অর্ধ বেলা সহ সপ্তাহের ৬ দিন সকাল ৯টা হইতে রাত ৯টা পর্যন্ত ক্রেতা সাধারণের জন্য খোলা থাকবে এই শপ।
উদ্বোধন অনুষ্ঠানে-উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সিনিয়র সহসভাপতি ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, আমির জামায়াতে ইসলামী ছলেমান গাজী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, এসআই মামুনুর রশিদ, ব্যবসায়ী-সিরাজুল ইসলাম তালুকদার, লায়েকুজ্জামান শেখ, আব্দুল কাইয়ুম হাওলাদার, মাওলানা- মাহাদী হাসান, হাফিজুর রহমান, আব্দুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও নানান শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।