রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাবি কোষাধক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন প্যানেলের নেতাকর্মী ও সমর্থকরা মুখোমুখি হয়ে পরস্পরবিরোধী স্লোগান দেওয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, শিক্ষক-কর্মকর্তাদের কর্মসূচির মধ্যে সোমবার রাকসু নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল। তবে ২৫ তারিখ নির্বাচন আয়োজনের দাবিতে অনড় ইসলামী ছাত্রশিবির।
ছাত্রশিবির নেতারা জানান, একটি পক্ষ রাকসু নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ২৫ তারিখে রাকসু নির্বাচন দাবি জানিয়েছিলেন।
বামপন্থী একটি প্যানেলের একাধিক নেতা জানান, তারা পূজার ছুটির পর রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাবি ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করেছে।
এমতাবস্থায় সকল জল্পনা কল্পনা শেষে সোমবার সন্ধ্যায় রাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সভায় রাবি প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন নির্বাচনের পক্ষ থেকে নতুন তারিখের ঘোষণা আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৬ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হব।