× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইউনিয়নের ডালিয়া ১ নম্বর বাজারসংলগ্ন সুইপার কলোনির যুবক রবিন চন্দ্র রায় ভাস্কর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডালিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ি ডালিয়া ১ নম্বর বাজারের পাশেই। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর ও মাতা গীতা রাণী দীর্ঘদিন ধরে ওই এলাকার সুইপার কলোনিতে বসবাস করছেন।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় ইসকনের তৎপরতা বেড়ে গেছে। তারা দাবি করেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহি বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

অন্যদিকে, এ ঘটনায় উত্তেজিত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান এবং বিএনপির উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন যৌথভাবে বিবৃতি দিয়ে বলেন, “যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি বজায় রাখা জরুরি। আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।”

বর্তমানে ডালিয়া বাজার ও আশপাশের এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.