শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহমান (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে গত রোববার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে অটোরিকশায় ঘুরতে বের হয় এবং খড়িয়াপাড়া এলাকায় যায়। বন্ধুদের মধ্যে একজন স্থানীয় এক কিশোরীকে পছন্দ করতো। সেই কিশোরীকেই একই গ্রামের রোকন নামের আরেকজনও পছন্দ করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
এ ঘটনার জের ধরে রোকন তার সহযোগী ফয়সালসহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এসময় আব্দুর রহমানসহ আশিক ও হিমেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আব্দুর রহমানকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে গতকাল সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার পর থেকে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। তবে লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি। ঢাকা থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পৌঁছানোর পর অভিযোগ দায়ের করা হবে বলে নিহতের পরিবার জানিয়েছে।”