× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭ পিএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৮ পিএম

জামালপুরের মাদারগঞ্জে বেসরকারি রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ভুল চিকিৎসায়  সাদিয়া আক্তার জল্পনা (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।  দ্বিতীয়বার (সিজার) অপারেশনের সময় গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত সাদিয়া উপজেলার কাতলামারি এলাকার সৌদি প্রবাসী বিপ্লব মিয়ার স্ত্রী। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাদিয়াকে বালিজুড়ী বাজারের সিএনজি স্টেশন সংলগ্ন বেসরকারি হাসপাতাল রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন সোমবার বিকেল ৩টায় প্রসূতি সাদিয়াকে অপারেশন থিয়েটার রুমে নেওয়া হয়।পরে ডা. ফারিয়া (সিজার) অপারেশন করেন। অপারেশনের পরপরই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। ওই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ এম্বুল্যান্স ডেকে রোগীটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাদিয়ার শাশুড়ি দরদি বেগম অভিযোগ করে বলেন, ডা. ফারিয়া ও তার সহযোগীদের ভুল অপারেশন কারণেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এর কারণেই আমরা আমাদের ছেলের বউকে হারালাম। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান। ডা. আবু রায়হান বলেন, আমরা কাগজপত্র দেখে যা বুঝলাম-রোগীর অবস্থা ছিল ভেরি ক্রিটিক্যাল। মানুষের হিমোগ্লোবিন স্বাভাবিকভাবে যে পরিমাণ থাকার কথা, তার অর্ধেক ছিল রোগীর শরীরে। তাকে আগে থেকেই যদি রক্ত দিয়ে সিজারের জন্য প্রস্তুত করা হতো, তাহলে মৃত্যুর ঝুঁকি থাকতো না। এ ধরনের ক্রিটিক্যাল সিজার উপজেলা পর্যায়ের হাসপাতালে করা সম্ভব নয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “আমাকে রোগীর আত্মীয়-স্বজন কল দেয়। আমি তৎক্ষণিক ঘটনাস্থলে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি। পরে মাদারগঞ্জ আবাসিক চিকিৎসা কর্মকর্তার কাছ থেকে জানতে পারি, রোগীর হিমোগ্লোবিন ছিল ৬.৭, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। রোগীর অবস্থা জটিল ছিল। এরপর তাকে সিজার করা হয়। সিজারের পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হলে পথের মধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনা তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জামালপুর জেলা সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

একাধিক সুত্র নিশ্চিত করেছে আগেও রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের ঘটনার অভিযোগ আছে। তবে এ ব্যাপারে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিম নামে পরিচালকের মুঠোফোনে সংবাদ সারাবেলায় উপজেলা প্রতিনিধি বার বার কল করলেও সে কল ধরেননি । অভিযুক্ত ডা. ফারিয়ার এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.