ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মনজের বিশ্বাস (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধকে আটক করেছে। উপজেলার ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির নেতারা জানান, রাত ৪টা পর্যন্ত তারা পাহারায় ছিলেন। এরপর একা অবস্থায় মনজের বিশ্বাস মন্দিরে প্রবেশ করে। ফুটেজে দেখা যায়, তিনি একে একে প্রতিমার মাথা ভেঙে ফেলেন এবং সেগুলো পানিতে ফেলে দেন। এতে অসুর, কার্তিক, সরস্বতীসহ ছয়টি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়।
মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, “সকাল ৯টার দিকে এসে আমরা ভাঙচুরের চিত্র দেখতে পাই। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”
কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, “মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই পূজা মণ্ডপে যায়, খাওয়া-দাওয়া করে। এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার ফল কিনা, নাকি অন্য কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখা প্রয়োজন।”
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে আমরা অভিযুক্তকে আটক করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।