লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোতামারী ইউনিয়নের দৈখাওয়া কুমারপাড়া গ্রামে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি দেখা দিয়েছে রহস্যের ঘনঘটা। নিহতরা হলেন ওই গ্রামের আ. হামিদের ছেলে অলিয়ার রহমান (৩৫) ও তার স্ত্রী মোছা. ছকিনা বেগম (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ পর পরিবারের অন্য সদস্যরা তাদের নিজ ঘরের ভেতর একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দেন পুলিশকে।
খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এলাকাবাসীরা, ঘটনাটি আত্মহত্যা নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড- খতিয়ে দেখার জন্য পুলিশের প্রতি আহবান জানান। কেউ কেউ পারিবারিক কলহকে এর পেছনের কারণ হিসেবে উল্লেখ করছেন, আবার অনেকে এটিকে রহস্যজনক হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ্ন্নুবী বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত স্বামী-স্ত্রীর মৃত্যুর রহস্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবিতে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।