চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) সকালে মতলব উত্তর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধ মূলক কর্মকান্ড থেকে কিশোর- কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য বেশী বেশী ক্রীড়ার আয়োজন করা এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেশী করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হতে হবে।
তিনি বলেন, খেলাধুলা আমাদের পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ একটি বিষয়। খেলাধুলা শরীর ও মনের সুস্থতা বজায় রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলা শেখায়। একটি সুস্থ জাতি গঠনে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি খেলাধুলারও বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করা। পড়াশোনার মাধ্যমেই তোমরা মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারবে। তবে এর পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। ছাত্র জীবনে দায়িত্ব কম হলেও, নিজেদের চরিত্র গঠন, সততা বজায় রাখা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা খুবই জরুরি।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশ পরিচালনা করবেন। তাই এখন থেকেই তাদের উচিত নিজের লক্ষ্য স্থির করে সেটি বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে যাওয়া। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় দক্ষ হয়ে একদিন তারাই আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
আরও বক্তব্য রাখেন,দনাগোধা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম,নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম, বদুরপুর আহম্মদীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন,ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রজ্জব আলী,এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানসহ
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, অংশ গ্রহনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh