রংপুর বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
জানা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকার যমুনেশ্বরী নদীতে পাশাপাশি প্রায় ১১ টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে ১১ টি মেশিন জব্দ করে ধ্বংস করে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাংলাদেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অনুমতি ছাড়া বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের এ পদক্ষেপ নদী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।