× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুশতাক আহমেদ গাজিনগরীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

আফতাব উদ্দীন, সুনামগঞ্জ

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩ পিএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সদর উপজেলা শাখার উদ্যোগে শহীদ মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জামতলা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শহরের যানজট রাস্তা অতিক্রম করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রমজান হুসাইন’র সঞ্চালনায় এবং উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ নাজমুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন-অনতিবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। খুনিদের দেশবাসীর সামনে প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ নুর হুসাইন, জেলা অর্থ সম্পাদক নাজমুল ইসলাম জাহিদ, শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ ত্বহা হুসাইন, জামালগঞ্জ জমিয়ত নেতা মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা আবদুল বারী, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মুফতি আব্দুল মালিক ত্বহা, হাফিজ আবু সাঈদ, মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.