× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠাপুকুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

মোতাহার হোসেন, মিঠাপুকুর (রংপুর)

২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রংপুরের মিঠাপুকুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে সভা  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার মুলতামিস বিল্লাহ । 

বক্তব্য রাখেন, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, বিএনপির  মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিক, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপুল, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক হর কুমার চন্দ্র বর্মন, উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে স্বপন চন্দ্র সরকার, যতীন্দ্রনাথ বর্মন, তপন কুমার সরকার প্রমুখ। 

সভায় উপজেলার ১‘শ ৪০ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, নেতৃবৃন্দ ও উপজেলার পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

সভায় আসন্ন শারদীয় দুর্গাপুজাকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য বিস্তর আলোচনা ও পদক্ষেপ গ্রহন করা হয়। শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পুজা মন্ডপে  ৫’’শ কেজি করে চাল বরাদ্দের কপি প্রত্যেক পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.