× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনি পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা

কালকিনি ( মাদারীপুর) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১ পিএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদারীপুরের কালকিনি পৌরসভার আয়োজনে নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কালকিনি পৌরসভার সভাকক্ষে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, পৌরসভার সচিব বাবুল চন্দ্র, পৌর প্রকৌশলী রাকিব হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম শিবলী রহমান সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

সভায় কালকিনি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সমাধান, খালের পানি প্রবাহ নিশ্চিত করা, সড়ক বাতি সচল করা, ভবন নির্মাণে সরকারি বিধি মেনে কাজ করার উপর নজরদারি, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহনের কথা বলা হয়।

পৌর প্রশাসক সাইফ-উল-আরেফীন পৌরসভার নানা অসংগতি নিরসনে সংশ্লিষ্ট দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.