. দুস্থ নারীদের অভিযোগ
বান্দরবান রুমা উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা চলাকালে হঠাৎ করে ভিডব্লিউবি (ভিজিডি) উপকারভোগী কয়েকজন অসহায় নারী সভাস্থলে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে উল্লেখ করেন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা উপকারভোগীদের প্রাপ্য চাল পুরোপুরি বিতরণ করেননি।
অভিযোগের সময় ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মাও সভায় উপস্থিত ছিলেন। বিষয়টি শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী তাৎক্ষণিকভাবে দুস্থ নারীদের চাল দেওয়ার নির্দেশ দেন। পরে বিকেলে স্থানীয় বাজার থেকে চাল কিনে ওই নারীদের মধ্যে বিতরণ করতে বাধ্য হন ইউপি চেয়ারম্যান।
প্রাংসা পাড়া এলাকার উপকারভোগী মা সিংচিং মার্মা বলেন, “অনেক দিন ধরে চাল পাইনি। তাই আজ অভিযোগ করতে এসেছি। এখন আমরা যারা এসেছি তারা চাল পেয়েছি, তবে পাড়ার অনেকেই এখনও বঞ্চিত।”
আরেক উপকারভোগী ক্রাউচিং মার্মা জানান, ৩৭ জন নারীর সাক্ষরিত অভিযোগপত্র জমা দেওয়ার পরেই তারা প্রাপ্য ৪০ কেজি করে চাল পান। তবে অসুস্থ ও গর্ভবতী নারীরা সভায় আসতে না পারায় তারা এখনও চাল পাননি। তাদের প্রাপ্য চাল আদৌ দেওয়া হবে কিনা তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেন।
পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা জানান, বাকি ৮নং ওয়ার্ডের উপকারভোগীদের চাল ইতোমধ্যেই প্রাংসা পাড়ায় বিতরণ করা হয়েছে।