× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজনৈতিক নেতাদের অঙ্গীকার: ধর্ম যার যার, দেশ সবার

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল)

২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বরিশালের উজিরপুরে দয়ানন্দ অবধূত গুরু মহারাজের ৭২ তম মহাপ্রয়ান উপলক্ষে উকিলবাড়ি সমাধী মন্দির প্রাঙ্গণ ভক্ত, শিষ্য, রাজনৈতিক ও প্রশাসনিক নেতাদের এক মিলনমেলায় পরিণত হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় অবধূত সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন শিশির কুমার বক্ষ্ম। এ আয়োজনকে ঘিরে উজিরপুর পৌর সদরের শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল, জামায়াতে ইসলামের বরিশাল জেলা নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের প্রার্থী আব্দুল মান্নান মাস্টার, উজিরপুর পৌর বিএনপি সভাপতি মো. শহিদুল ইসলাম খান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন আরও অনেকে, যাদের মধ্যে ছাত্রদল, যুবদল ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই সমান। কেউ কারো দয়ায় নয়, বরং জন্মসূত্রে ও পৈতৃক অধিকারে সবাই এই ভূমিতে বসবাস করছে। দুর্গাপূজাকে নিরাপদ ও আনন্দমুখর করতে প্রতিটি পূজামণ্ডপে আইপি ক্যামেরা ও সিসিটিভি স্থাপনের জন্য আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সনাতন ধর্মাবলম্বীরা যদি কোথাও নির্যাতনের শিকার হন, বিএনপি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। কাউকে সংখ্যালঘু মনে করা চলবে না, কারণ আমরা সবাই এই দেশের সন্তান এবং উত্তরাধিকার সূত্রে এই দেশের জমির মালিক।” তিনি আশ্বস্ত করেন যে, বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।

জামায়াতে ইসলামের নেতা আব্দুল মান্নান মাস্টারও একই সুরে বলেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। অতীতে একটি মহল রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন তৈরি করেছিল। এখন সময় এসেছে সবাইকে বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করার। নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতেই জামায়াতে ইসলামী কাজ করছে।”

দয়ানন্দ অবধূত গুরু মহারাজের মহাপ্রয়ান স্মরণসভায় ভক্তদের ভক্তিমূলক অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক নেতাদের সম্প্রীতির বার্তা নতুন মাত্রা যোগ করে। এ আয়োজন থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে-ধর্মীয় ভিন্নতা থাকলেও বাংলাদেশ সবার জন্য সমান, আর জাতিগত বা ধর্মীয় বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই হবে ভবিষ্যতের পথ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.