বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বিএনপি’র দুই নেতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন । কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চাঁদ মল্লিক ও দৌলতপুর সদর ইউনিয়ন কৃষক দল নেতা অযেত আলীর ছেলে রাজিব এর মৃত্যুতে তারা সকলে শোকাহত।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষকদল নেতা অযেত আলীর ছেলে রাজিব এর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া শেষে উপস্থিত কৃষক দলের নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আকারে বৈঠক করেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল।
এসময় তিনি বলেন, আপনরাদের সবার সহযোগিতা নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ দৌলতপুর গড়তে চাই।দৌলতপুরের মানুষকে কোথাও যেন ধাপে ধাপে টাকা দিতে না হয়, দৌলতপুরের মানুষ যেন বেকার না থাকে আমারা সেই দৌলতপুর গড়তে চাই। তিনি আরও বলেন, দৌলতপুরের মা বোনোর স্বাচ্ছন্দে ঘর থেকে বের হয়ে কাজ শেষে আবার নিরাপদে ঘরে ফিরতে পারে আমরা সেই দৌলতপুর গড়তে চাই। দৌলতপুরের কৃষকরা যেন তাদের উৎপাদিত কৃষিপণ্যসহ সার ও বীজের ন্যায্য মূল্য পাই আমরা সেই দৌলতপুর গড়তে চাই।
আপনাদের সহযোগিতা ও সৎ সাহস আমাদের যে অনুপ্রেরণা দিচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা দৌলতপুরের পরিবর্তন আনতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল ও যুবদল নেতা জাফর ইকবাল কর্ণেলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।