× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্গাপূজা উপলক্ষে গুইমারা রিজিয়ন কমান্ডারের উপহার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪২ পিএম

শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা সেনা জোন সদরে গতকাল বুধবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি ছয়টি পূজা উদযাপন কমিটির সভাপতিদের হাতে ২৫ হাজার টাকা করে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এই বিশেষ অনুদান প্রাপ্ত পূজা মণ্ডপগুলো হলো- মাটিরাঙ্গা পৌরসভা ৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির, পৌরসভা ৭ নং ওয়ার্ডের বলিটিলা সার্বজনীন শংকর মঠ ও গীত আশ্রম দুর্গাপূজা মণ্ডপ, পৌরসভা ২ নং ওয়ার্ডের কামিনী মেম্বার পাড়ার সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ব্যাঙমারা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, বেলছড়ি ইউনিয়নের বেলছড়ি কেন্দ্রীয় শিব, কালী ও জগন্নাথ মন্দির, গোমতী ইউনিয়নের গোমতী কেন্দ্রীয় কালী ও জগন্নাথ মন্দির।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে গুইমারা রিজিয়ন কমান্ডারের এ উপহার সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।  পূজা উদযাপন কমিটির নেতারা উপহার পেয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগ পূজার আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.