× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৪ পিএম

শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় অগ্রীম এই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার আলী আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৭৫ জন কৃষককে ৭ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৬৩৫ জন কৃষককে বীজসহ সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১১০ জন কৃষককে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন এবং ১৭৫ জনকে শসার বীজ প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। ঝালকাঠি সদরের কৃষি হবে আরও গতিশীল ও উন্নত।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.