× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিককে মারধর

সাভার প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৮ পিএম

গাজীপুরের কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় সাংবাদিক রুবেল আহমেদের ডান হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

আহত রুবেল আহমেদ প্রিন্স জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের খানাখন্দ নিয়ে প্রতিবেদন তৈরির সময় স্থানীয় কিছু বখাটে ছেলেদের কয়েকজন তরুণীকে উত্যক্ত করতে দেখেন। এ ঘটনায় তিনি প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে তারা সংঘবদ্ধ হয়ে মব তৈরি করে হঠাৎ আক্রমণ চালায়। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও দুজন আহত হন।

তিনি আরও জানান, হামলার পর প্রাণ বাঁচাতে কেপিজে হাসপাতালের ফটকের ভেতরে আশ্রয় নেন তারা। তবে সন্ত্রাসীরা সেখান থেকেও টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। রুবেলের অভিযোগ, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেল ও তার অনুসারীরা এই হামলায় নেতৃত্ব দেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.