× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খামারে ভিন্নধর্মী আয়োজন

মো. সৈকত হোসেন, নাটোর

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬ নং চাপিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খামারপাথুরিয়া গ্রামে কৃষি উদ্যোক্তা আনোয়ারের দুম্বা খামারে এক ভিন্নধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির হন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রের খলনায়ক ডনসহ প্রায় ১০ জন তারকা শিল্পী। উপস্থিত ছিলেন খলনায়ক ডনের পাশাপাশি ফিল্ম ডিরেক্টর রাকিব আলম রাকিব, নায়ক জীবন চৌধুরী, নায়িকা রিয়া, কমেডিয়ান বাদল খন্দকার এবং কয়েকজন ফাইটার শিল্পী। তারা খামারের ভেড়া, ছাগল ও দুম্বা ঘিরে ভিন্নধর্মী শুটিংয়ে অংশ নেন।

উদ্যোক্তা আনোয়ার জানান, তার খামারে যেন কেউ প্রতারণা করতে না পারে এবং কৃষিকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, সে লক্ষ্যেই চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। খলনায়ক, নায়ক, নায়িকা ও কৌতুক শিল্পীদের সমন্বয়ে শুটিং চলায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। গ্রামবাসীরাও এ আয়োজনকে স্বাগত জানান, খামারকে কেন্দ্র করে এমন সৃজনশীল উদ্যোগ তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আরও অনুপ্রাণিত করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.