× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সনাতনীদের বিএনপিতে যোগদান

মাগুরা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮ পিএম

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দের পাড়া গ্রামে ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মানুষ বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে মান্দের পাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা মাগুরার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঙ্গে শপথ বাক্য পাঠ করে বিএনপিতে যোগদান করেন।

এ সময় বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে নয়ন বলেন, আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দু:খে একে অপরের পাশে থাকবো। একসঙ্গে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয়, এটি সব ধর্ম ও সব মানুষের ভালোবাসার দল। প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। সবার নিরাপত্তায় বিএনপি পাহারাদারের মতো পাশে থাকবে।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের চার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা স্লোগান দেন ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’ এর আগে রবিউল ইসলাম নয়ন শালিখা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি পূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.