× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আসন পূর্ণবহাল ও গ্রেপ্তারদের মুক্তি দাবি

মো. রফিকুল ইসলাম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফরিদপুরের ভাঙ্গায় আসন পূর্ণবহালের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এ সময় গ্রেপ্তারদের আন্দোলনে প্রধান সমন্বয় ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক মিয়া ও সহকারী সমন্বয় পলাশসহ সকলের মুক্তির দাবি করেন তারা। গত বুধবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার সরকারি কেএম কলেজ সড়কে মানববন্ধন কর্মসূচিতে এসব ইউনিয়নের জনগণ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির নেতৃত্ব দেন মো. হান্নান মিয়া, রুহুল আমিন ও এনামুল কাজী।

বক্তারা বলেন, গত ৫ সেপ্টেম্বর থেকে দুটি ইউনিয়নকে ভাঙ্গা উপজেলার সাথে পুনরায় সংযুক্ত করতে তারা মা মাটি রক্ষায় আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক মিয়া ও আন্দোলন কর্মসূচির সহকারী সমন্বয়ক পলাশ মিয়াসহ গ্রেপ্তারদের দ্রুত সময়ে মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে উল্লেখিত দুটি আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসন নগরকান্দা ও সালথার সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এর প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করার পাশাপাশি উপজেলা পরিষদ ও দুটি পুলিশ স্টেশনে ভাংচুর ও আগুন ধরিয়ে  কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের ঘটনায় ৪টি মামলা দায়ের করে উপজেলা প্রশাসন ও পুলিশ।

গত ২১ সেপ্টেম্বর  দুটি ইউনিয়নের জনগণ জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ সুপারের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা থেকে রাজপথের সব কর্মসূচি তারা স্থগিত ঘোষণা করে। জেলা প্রশাসন থেকে উচ্চ আদালতের রুল জারির নির্ধারিত সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধৈর্য্য ধারণের আহ্বান পর শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে উচ্চ আদালতের রায়ের দিকে তাকিয়ে দুটি ইউনিয়নের জনসাধারণ সহ ভাঙ্গা উপজেলাবাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.