× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে বউ-শাশুড়ি মেলা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২ পিএম

কুড়িগ্রামে বৌ শ্বাশুড়ির মেলা। ছবি: সংবাদ সারাবেলা।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়ন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে ব্যতিক্রমী বৌ শ্বাশুড়ির মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি মেলার শুভ  উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য)পরিবার পরিকল্পনা মোছা. ফেরদৌসী খাতুন, প্রজেক্ট অফিসার (ল্যাম্ব) বাদল এককা, জেলা এসআরএইচ কো-অডিনেটর ড. সমাশ্রী রায়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাঘবীর চন্দ্র বর্মন, উপসহকারী কমিউনিটি  মেডিকেল অফিসার মো. নুর ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শীকা মোছা. খাদিজা খাতুন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন মেলার মূল উদ্দেশ্য। পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ে উঠলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।

অংশগ্রহণকারী বউ নুরনাহার ও শাশুড়ি জমিলা বেগমসহ অনেকেই বলেন, ‘আগে আমরা লজ্জা ও সংকোচের কারণে গর্ভকালীন ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা শাশুড়ির সঙ্গে করতাম না। তারা আরও জানান, এ মেলার মাধ্যমে আমরা মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্কের দূরত্ব কমায় না বরং নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা করা হয়।

এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, ফিস্টুলা কাউন্সেলিং কর্নার, ভায়া (জরায়ুমুখ ক্যানসার) পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার ও কিশোরী কর্নার। দিনব্যাপী মেলায় বিভিন্ন বয়সী প্রায় আড়াই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.