চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত চট্টলা সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
স্টেশন সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি গ্যাস নেয়ার জন্য স্টেশনে প্রবেশের পর গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গাড়ীটির সামনের অংশ ছাড়াও পাম্পে থাকা একটি মাইক্রোবাস ও স্টেশনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিস্ফোরণের সময় গাড়িটিতে চালক ও হেলপার কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টলা সিএনজি স্টেশনের ব্যবস্থাপক মো. জাহেদ বলেন, “ঘটনার সময় গাড়ির ভেতরে কেউ ছিল না। তাই প্রাণহানি হয়নি, তবে গাড়ী ও স্টেশনের বেশ ক্ষতি হয়েছে।”
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।