× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষা সামগ্রী বিতরণ ও মন্দিরে অনুদান

উবাসিং মারমা, রুমা(বান্দরবান)

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম শাহ রেজা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশ গঠনে অবদান রাখতে হবে।”

পরে বিদ্যালয়ের ৪৬৮ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসও প্রদান করা হয়।

শিক্ষা সামগ্রী পাওয়ার পর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসিং মারমা  উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি খুব খুশি, নতুন খাতা-কলম দিয়ে এখন আরও ভালোভাবে পড়তে পারব।”

অন্যদিকে চতুর্থ শ্রেণীর ছাত্র মংসিংহাই মারমা জানায়, “আমরা নতুন স্কুল ড্রেস পেয়েছি। এখন প্রতিদিন সুন্দর করে স্কুলে আসতে পারব।”

এর আগে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন ব্যাটালিয়ন অধিনায়ক। এ সময় তিনি মন্দির কমিটির সদস্যদের সাথেও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সুবেদার মেজর সরোজ কুমার সাহা, বিজিবি কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত অঞ্চলের শিক্ষার প্রসার, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে তাদের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.