× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতবিনিময় সভা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট বাজার পরিচালনা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা গত ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জামশেদ আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফজলুল করিম লিটন।

সভায় সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক উন্মুক্ত আলোচনার সূচনা করেন। প্রাথমিক আলোচনায় ব্যবসায়ীরা বাজারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- 

বাজারের উত্তর পাশে অব্যবহৃত ও দক্ষিণ পাশের টয়লেট সংস্কারের দাবি,

বাজারে একটি ডিপ টিউবওয়েল স্থাপন,

বাজারজুড়ে সিসি ক্যামেরা স্থাপন,

নিরাপত্তার স্বার্থে দারোয়ানের দায়িত্ব আরও জোরদার করা।

ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনে সভাপতি বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দোকানদারদের অবহিত করেন। তিনি আশ্বস্ত করেন, বাজারকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও ব্যবসা-বান্ধব পরিবেশে গড়ে তোলার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি নিয়াম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন হোরন, অর্থ সম্পাদক এখলাছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, রুহুল আমিন, সেলিম উদ্দিন, ডা. মিলু, ডা. প্রণব, নুরউদ্দিনসহ প্রায় শতাধিক দোকানদার। এক উন্মুক্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের মতামত প্রকাশ করেন এবং বাজার পরিচালনা কমিটির উদ্যোগকে সাধুবাদ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.