× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক এমপি আ’লীগ নেতা মুক্তি বিশ্বাস গ্রেপ্তার

মো. আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল)

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০১ পিএম

ছবি: সংগৃহীত

নড়াইল-১ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯ টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তির নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত বছর গণঅভ্যুত্থান পরবর্তী নড়াইলে কয়েকটি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশনও (দুদক)। 

কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত বছর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি তাকে । 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.