মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ নয় হাজার টাকা জরিমানা করেছে। গত বুধবার বিকেলে বড়লেখা পৌর শহরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত হাজীগঞ্জ বাজারে একটি মুরগির দোকানে অভিযান চালায়। এ সময় ওজনে কম দেওয়ার অপরাধে মুরগি ব্যবসায়ী হাসান আহমদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অনুমোদন ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার করায় বড়লেখা পিসি হাইস্কুল মার্কেটের ‘আবুল অ্যান্ড ব্রাদার্স’ এবং স্টেশন রোডের ‘দেব ব্রাদার্স’ ও ‘সুমন ট্রেডার্স’কে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও গালিব চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। ব্যবসায়ীদেরকে অবশ্যই আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।