ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পুবালী ব্যাংক কাঠালিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। উপজেলার জোরপোল আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এবং সরকারি-বেসরকারি দপ্তরের সামনের চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধ গাছের ১০০০ চারা রোপন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এবং পুবালী ব্যাংক কাঠালিয়া শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত গাছের চারা পরিচর্চা করার আহ্বান জানান।