× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মো. এনায়েত হোসেন, নোয়াখালী

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৫ লাখ ৭০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দাগনভূঞা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের মৃত আব্দুল খালেকের ছেলে মো. ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’ (৪৪) এবং কুতুবপুর ইউনিয়নের মৃত আবুল খায়েরের ছেলে সাইফুল ইসলাম সুজন (৩৬)। ডিএনসি সূত্রে জানা গেছে, এর আগে ১৮ সেপ্টেম্বর বেগমগঞ্জ থেকে ৩ হাজার ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মগোপনে থাকা নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি ও ইয়াবা সরবরাহকারী বুলেট ফারুক ফেনীর দাগনভূঞার গোডাউন রোডের একটি ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালাচ্ছে।

পরে তথ্য যাচাই করে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেনের নির্দেশে সহকারী পরিচালক সুব্রত সরকার শুভর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বুলেট ফারুককে হাতেনাতে ধরা হয়। তার পরিহিত জাঙ্গিয়া ও মোটরসাইকেলের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তার সহযোগী সুজনের কাছ থেকে আরও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, বুলেট ফারুকের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড এবং সিএমপির ডবলমুরিং থানায় মোট ১০টি মাদক মামলা রয়েছে। তার সহযোগী সুজনের বিরুদ্ধেও বেগমগঞ্জ থানায় সাতটি মাদক মামলা আছে। সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.