× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৈকতে শামুক-ঝিনুক আহরণ, হুমকিতে জীববৈচিত্র

অন্তর দে বিশাল, কক্সবাজার

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর পয়েন্ট থেকে নাজিরারটেক পর্যন্ত এলাকায় প্রতিদিন উত্তোলন করা হচ্ছে সামুদ্রিক শামুক ও ঝিনুক। জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব প্রাণী নির্বিচারে আহরণের ফলে হুমকির মুখে পড়েছে সমুদ্রের তলদেশের ইকোসিস্টেম। এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কৌশলে শামুক-ঝিনুক আহরণ চালিয়ে আসছে। সুবিধাজনক সময়ে তারা সৈকতের বিভিন্ন পয়েন্টে কাজ চালালেও তদারকি নেই বললেই চলে।

বিশেষজ্ঞরা জানান, সামুদ্রিক শামুক ও ঝিনুক সমুদ্রের পানি পরিশোধন করে এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সহায়তা করে। এ কারণে এগুলোকে বলা হয় ‘ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার’। আবাসস্থল নষ্ট হওয়ার ফলে তলদেশের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দূষিত হচ্ছে সমুদ্রের পানি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কবিতাচত্বর, দরিয়ানগর, ডায়াবেটিস পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে প্রকাশ্যে শামুক-ঝিনুক সংগ্রহ করে ডাম্পার, টমটম ও অটোরিকশায় করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক আরিফ হোসাইন বলেন, সৈকতের সৌন্দর্যের সঙ্গে জীববৈচিত্র্য জড়িত। কিন্তু প্রতিদিন অসাধু ব্যবসায়ীরা শামুক-ঝিনুক সংগ্রহ করছে। এভাবে চলতে থাকলে সৈকতের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, “শামুক-ঝিনুক সাগরের পানি পরিষ্কার ও বালুচর গঠনে ভূমিকা রাখে।

অথচ নজরদারির অভাবে এগুলো নির্বিচারে সংগ্রহ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব সংরক্ষণে পদক্ষেপ নিতে হবে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, “বিষয়টি আমরা শুনেছি দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.