ময়মনসিংহের ত্রিশালের ঐহ্যিবাহী ধলা স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ খেলায় অষ্টম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মুখোমুখি হয়। দশম শ্রেণি ৩-০ গোলে জয় লাভ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নেতা ও ধলা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান শামীম। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন তিনি।
প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আরিফা নাছরিন, সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মানিক, শিক্ষক প্রতিনিধি জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক ওয়াসেফ আল আজাদ, মোস্তাফিজুর রহমান বাচ্চু, আবুল কাশেম প্রমুখ।
আন্তঃশ্রেণি এ টুর্নামেন্ট ঘিরে পুরো বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থী ও দর্শনার্থীরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।