সুনামগঞ্জের ছাতকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো জাউয়াবাজার অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প। দীর্ঘদিন ধরে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মালিক, শ্রমিক ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে বাস্তবে রূপ পেলো এ পুলিশ ক্যাম্প।
বৃম্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার জাউয়া বাজারে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সার্জেন্ট শিশির চন্দ্র দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারি পুলিশ সুপার মির্জা সাইফুদ্দীন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মেজবাউজ্জামান শিলু, ব্যবসায়ী আলমগীর হোসেন, ওসি আব্দুর রশিদ, আবু তাহের দেওয়ান, সাইফুর রহমান, হাবিবুর রহমান, সঞ্জয় চক্রবর্তী, শুভ রঞ্জন চাকমা, ব্যবসায়ী শফিউর রহমান, জাউয়াবাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কামাল উদ্দিন, সোয়েব আহমদ, সাংবাদিক মোশাহিদ আলী, নুর মিয়া রাজু, মোশারক হোসেন, রহিম মেম্বার, শ্রমিক নেতা সোহেল আহমদ, ফয়জুর রহমানসহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক জাউয়াবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। নতুন ক্যাম্প চালুর ফলে যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি ও ডাকাতি দমনে কার্যকর ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ ক্যাম্প। এতে যাত্রীদের নিরাপদ যাতায়াতও নিশ্চিত হবে।
তাঁরা আরও জানান, পুলিশি টহল জোরদার হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এতে শুধু চালকরাই নয়, সাধারণ যাত্রীরাও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন। স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছেন, নিরাপদ সড়ক পরিবেশ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন করেন জাউয়াবাজার জমে মসজিদের ইমাম ও খতিব হাফিজ সাইদ আহমদ।