বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলো কলেজ ছাত্র সাকিব (১৯)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নওপাড়া এলাকায় একটি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিব মধ্য হাগুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দুই বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে নাটোর বগুড়া মহাসড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করতে থাকে। বিকেল চারটার দিকে রাসেল তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে।
এতে রাস্তায় পড়ে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং শাকিব ঘটনাস্থলেই নিহত হয়। এতে কারের চালকসহ দুইজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নিয়ে গিয়ে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং প্রাইভেট কার জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। পরে সড়ক আইনে মামলা দায়ের করা হবে।