× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাধবপুরে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ

লিটন পাঠান, মাধবপুর

২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের মাধবপুর স্বামীর অধিকার ফিরে পেতে গিয়ে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয়েছেন সোলাইমা আক্তার নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৫-সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়,২০১৯ সালে পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোলাইমা আক্তার। বিয়ের পর তিনি স্বামীকে টাকা-পয়সা দিয়ে ব্যবসা-বাণিজ্য দাঁড় করাতে সহায়তা করেন। এমনকি বিদেশে যাওয়ার জন্যও বিপুল অর্থ প্রদান করেন। কিন্তু সম্প্রতি স্বামী সজিব তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, বরং নানা ধরনের হুমকি ও হামলার মুখে ফেলছেন।

রবিবার সন্তানকে কোলে নিয়ে স্বামীর অধিকার ফিরে পেতে শ্বশুরবাড়িতে গেলে হামলার শিকার হন বলে অভিযোগ করেন সোলাইমা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, মরন ছাড়া গতি নাই। আমি নিরাপত্তা চাই। স্থানীয় ৩নং বহরা ইউ/পি ফেনেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, মেয়েটা সত্যিই বড় প্রতারণার শিকার। আমার কাছেও তারা এসেছিল। শ্বশুরবাড়িতে হামলার শিকার হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান,

এখনো আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে স্বামী সজিব মিয়া বলেন সে এভাবে আমার বাড়িতে আসা উচিত হয়নি। আমার কাছে কোনো পাওনা থাকলে আমি তা দিয়ে তাকে তালাক দিয়ে দেব। বর্তমানে আশ্রয়হীন সোলাইমা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। স্থানীয়রা তার নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.