চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে মোজাম্মেল হক সভাপতি, মো. কামরুল হাসান সাধারণ সম্পাদক, মোরশেদুল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) চন্দনাইশ পৌরসভার কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১০টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে মোজাম্মেল হক (আনারস) প্রতীক নিয়ে ৮৪ ভোট পেয়ে সভাপতি, মো. কামরুল হাসান (বাল্ব) প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো. সোলায়মান খোকন (দেয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ৬৬ ভোট পেয়ে সহ-সভাপতি, মোরশেদুল আলম (মাছ) প্রতীক নিয়ে ৬২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন। ১২৪ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০ টা থেকে নামাজের বিরতি রেখে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী কুতুব উদ্দীন, সরোয়ার আহসান, কমরুদ্দীন।