চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মীরেরহাট বাজারে গত শুক্রবার সন্ধ্যায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ১নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী। সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল,মিরেরহাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জামশেদ আলম,৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনচন আলী,সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সি.যুগ্মসম্পাদক আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু ইউসুফ, ছাত্রদলের সভাপতি মো. নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম নয়ন, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. এমাম এবং সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউনিয়নের চলমান সমস্যা, সংগঠনকে সু-সংগঠিত করা এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করাসহ সীতাকুণ্ডের মাটি ও মানুষের নেতা লায়ন আসলাম চৌধুরীকে হাতকে শক্তিশালি করার আহ্বান জানান। এ সময় বিএনপি কর্মী ক্ষতিগ্রস্ত আব্দুস ছালামকে ৭নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি তার হাতে এ সহায়তা তুলে দেন।
আয়োজনে সার্বিক সহায়তায় ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।