ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পূর্ব বি.এস ডাঙ্গী গ্রামের বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন গং কর্তৃক ৩৫ বছর আগের জবর দখলকৃত তার বসতভিটে সংলগ্ন ১ একর সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে দখল মুক্ত করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, জেলা জজ কোর্টের উকিল কমিশনার স্বপন কুমার মজুমদার, জেলা দায়রা জজ নাজির মো. রফিক উদ্দিন ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে বিরোধীয় জমি দখলমুক্ত করেন। এ সময় দখলীয় জমিতে গড়া দু’টি স্থাপনা অপসারন করা হয় এবং জমির আগাছা কেটে উন্মুক্ত করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেন আদালত। আর উদ্ধারকৃত জমিগুলো হলো-দিয়ারা ১১ নং চরভদ্রাসন মৌজার ৭৫১ নং খতিয়ানের ৮৫৪৯ নং দাগের ১ একর সাড়ে ৭ শতাংশ জমি। যাহা উপজেলা সদরে পূর্ব বিএস ডাঙ্গী গ্রামের প্রধান সড়ক ঘেষে পূর্ব সীমানা পর্যন্ত বিস্তৃত।
জানা যায়, এ.জি.এম বাদল আমিন চরভদ্রাসন সরকারি কলেজের বিএনপি প্যানেলের সাবেক ভিপি ছিলেন। পরবর্তীতে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং ২০১৪ সালে বিএনপি’র পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ.জি.এম বাদল আমিনরা রয়েছেন আপন নয় ভাই এবং তিনি ওই এলাকার প্রভাবশালী নেতা ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর আস্থাভাজন সেই সুবাদে এজিএম বাদল আমিন ও তার পরিবার ১৯৮৮ সাল থেকে এলাকার কিছু অসহায় পরিবারের জমি জবর দখল করে ঘর বাড়ী নির্মান করে বসবাস করে আসছিলেন। এসব অসহায় পরিবারগুলো হলো- একই গ্রামের মৃত আবুল বাশার মোল্যা, মৃত আরশাদ আলী মোল্যা, মৃত মো. চাঁন মোল্যা, মালেক মোল্যা, জলিল ফকির,মো. মমিন মোল্যা, মো. মোজাফ্ফর মোল্যা ও খালেক মোল্যা। এসব পরিবারের প্রায় ২৬০ শতাংশ জমি জবর দখল করে নেওয়ার অভিযোগ ওই নেতার বিরুদ্ধে। এদের মধ্যে আরশাদ আলী মোল্যা গংরা বাদী হয়ে তাদের জমি ফিরে পেতে ২০০৪ সালে ফরিদপুর দায়রা জজ আদালতে ১৮/৪ নং মামলা করেন। উক্ত মামলায় বাদী পক্ষ ২০০৯ সালে প্রাথমিক ডিগ্রী এবং ২০২৫ সালের ৪ জুন চুড়ান্ত ডিগ্রী পান। এরপর বাদী পক্ষ মামলা করলে চরভদ্রাসন সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক শারমীন নাহার গত ২১ সেপ্টম্বর বাদী পক্ষকে বেদখলীয় ১ একর সাড়ে ৭ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে কোর্টের নির্দেশনা ইস্যু করেন। সে মতে, বিজ্ঞ আদালত প্রশাসনের উপস্থিতিতে গত ২৫ সেপ্টেম্বর জমিগুলো উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় উক্ত জমির এক মালিকের ছেলে মেহেদী হাসান বলেন, “এলাকার প্রভাবশালী বিএনপি নেতা বাদল আমিন গংরা বিগত ৩৫ বছর ধরে আমাদের মূল্যবান জমি জবর দখল করে রেখেছিল। দীর্ঘকাল পর মাননীয় আদালত আমাদের জমি ফিরিয়ে দিয়েছেন। তাই আমরা বিজ্ঞ আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি”। ২০২২ সালের জুন মাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। যা ১ জুন হতে ৫ জুন তারিখ পর্যন্ত কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া নিউজ আকারে প্রকাশিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন বলেন, “আমরা কোর্টের নির্দেশনাটি বাস্তবায়ন করতে পেরেছি এবং বে-দখলীয় জমিগুলো দখলমুক্ত করে শান্তিপূর্ন ভাবে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে পেরেছি এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি”।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh