মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, রোহিঙ্গা সংকটকে কেবল বাংলাদেশের বোঝা হিসেবে না দেখে বৈশ্বিক রাজনৈতিক সমস্যা হিসেবে দেখতে হবে। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনে রাজনৈতিক ঐক্য নিশ্চিত করতে পারলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। আর সেই অবস্থান থেকেই রোহিঙ্গা ইস্যু সমাধানে একটি অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ আয়োজিত এক আলোচনা সভায় গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি এ মন্তব্য করেন। ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট: মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনায় বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক, মানবাধিকারকর্মী ও নীতি-নির্ধারকরা অংশ নেন। ফারুক-ই-আজম বলেন, রোহিঙ্গারা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এসেছে। ঘরবাড়ি, সংস্কৃতি ও নিরাপদ জীবন হারিয়ে আসায় তাদের মধ্যে গভীর আতঙ্ক এখনো রয়ে গেছে। বিশেষ করে শিশু প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঘেরা রাষ্ট্রহীন অবস্থায় তারা পরিচয় সংকটের পাশাপাশি সামাজিক মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে পড়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সালেহ নোমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক। তিনি ১১ দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতি নিয়ন্ত্রণ, চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন, আন্তর্জাতিক আদালতে অপরাধীদের বিচারের উদ্যোগ, প্রত্যাবাসনের কার্যকর ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিতকরণ ও গণসচেতনতা বৃদ্ধি।
আলোচনায় সরকারের যুগ্ম সচিব আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, রোহিঙ্গা সংকট বহুমাত্রিক। ২০২৪ সাল ছিল ক্যাম্পগুলোর জন্য সবচেয়ে ভয়াবহ বছর, যেখানে ৭৬টি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে। সীমান্ত সুরক্ষা, দুর্নীতি রোধ ও জনগণের অংশগ্রহণ ছাড়া এ সংকট মোকাবিলা কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ আহসান খালিদ বলেন, সংকট সমাধানে তিনটি বিকল্প আছে স্বেচ্ছায় প্রত্যাবাসন, স্থানীয় একীভূতকরণ এবং তৃতীয় দেশে পুনর্বাসন। তবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।
সভায় আরও বক্তব্য দেন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রফেসর আহমদ হোসাইন, রাজনীতিবিদ ডা. সারোয়ার আলম, মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা, ড. শফিকুল ইসলাম চৌধুরী, ফয়জুন্নেসা তরু, সাংবাদিক হোসাইন জিয়াদ, এম এ কাদের প্রমুখ। বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয় এটি নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh