জয়পুরহাটের পাঁচবিবিতে রান্না ঘরের আগুন থেকে এক কৃষকের গোয়ালঘর পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে কেরামত আলী মন্ডলের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ীতে রান্না করার সময় অসাবনতাবশত চুলা হতে আগুন ধরে রান্না ঘরের রাখা পাট খড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সেই আগুন পাশের গোয়াল ঘরের টিনের চালে লেগে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে। তৎক্ষণাৎ গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এতে ওই কৃষকের ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর সেখানে গিয়েছিলাম। কিন্তুু আমাদের পৌছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা।