× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে শিশুর বলৎকারের অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩ পিএম । আপডেটঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪ পিএম

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে চকলেট খাওয়ানোর কথা বলে এক স্কুল ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা স্কুলপাড়া গ্রামে নির্জন একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে একই গ্রামের আব্দুর রহিম (৬০) নামে এক অটোচালককে এজাহারে আসামি করা হয়েছে।

 এজাহারে বলা হয়, গ্রামের প্রতিবেশী আব্দুর রহিম বেশ কিছুদিন ধরে সুযোগ পেলেই নানান উছিলায় তার শিশুপুত্রকে কাছে টেনে আদর সোহাগ করত। এরই মধ্যে শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তার শিশুসন্তান বাড়ির নিকটবর্তী একটি দোকানে ডিম কিনতে যায়। এই সুযোগে আব্দুর রহিম তার শিশুপুত্রকে চকলেট খাওয়ানোর কথা বলে অদূরে নির্জন একটি লিচু বাগানে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে পালিয়ে যায়।

পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে পরিবারের কাছে সবকিছু খুলে বলে। পরিবারের সদস্যরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় তিনি শুক্রবার রাতেই ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দেন।

 শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুঠোফোনে শিশুটির বাবা জানান, ঘটনার পর থেকে তার শিশুপুত্র মানসিকভাবে ভেঙে পড়েছে। কারও সঙ্গে সে খুব একটা কথা বলছে না, বাড়ির বাইরে খেলতেও যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, এজাহার জমা দেওয়ার একদিন পরেও অভিযুক্ত আব্দুর রহিমকে আইনের আওতায় আনা হয়নি। বরং এজাহার তুলে না নিলে তাকে দেখে নেওয়ার হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এতে তিনি আতঙ্কের মধ্যে আছেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করে হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুর নূর জানান, অভিযোগ তিনি হাতে পেয়েছেন। তদন্তের জন্য রাতেই একজন পুলিশ অফিসারকে নিযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.