× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহাদাত হোসেনত, কোম্পানীগঞ্জ

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

দৈনিক একটি সংবাদ মাধ্যামে ২৭ সেপ্টেম্বর পত্রিকার প্রথম পাতায় “১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব” শিরোনামের খবরে মেট্রো গ্রুপের কর্ণধার, এবং  ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোং লি. এর চেয়ারম্যান মো.ফখরুল ইসলামকে জড়িয়ে এস আলমের অর্থ পাচারে সংশ্লিষ্টতাসহ যে সকল মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য-প্রণোদিত অভিযোগ সংবাদে উত্থাপন করা হয়েছে, আমারা উক্ত সংবাদে শেষ প্যারার তীব্র ও নিন্দা জানাই।

২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করেন,নোয়াখালী-৫ আসনে জাতীয়তাবাদ দল বিএনপি’স সম্ভাব্য এমপি প্রার্থী  ফখরুল ইসলাম বসুরহাট নিজ বাসভবনে।

সাংবাদটি প্রকাশে সাংবাদিকতার  নূন্যতম মানদণ্ড  অনুসরণ করা হয় নাই বলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।

প্রথমে শিরোনামে বর্ণিত সংবাদে এস আলমের অর্থ প্রচারের সাথে সংশ্লিষ্টতার কেনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয় নাই। এছাড়া কেন তথ্য সূত্রের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে তাও কোথাও উল্লেখ করা হয়নি। ফলে সংবাদ প্রকাশ -প্রচার সাংবাদিকতার নূন্যতম এথিক্সও অনুসরণ করা হয়নি।

এছাড়াও সংবাদপর শিরোনামে “১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদের এর সম্রাজ্য” শিরোনামের সাথে  সংবাদে সাথে মো.ফখরুল ইসলামের নূন্যতম যোগসূত্র কিংবা দায় উল্লেখ করা হয়নি। মির্জা কাদেরের কোন কোন সন্ত্রাসী কার্যক্রমের ধারাবাহিকতায় ফখরুল ইসলাম নিয়ন্ত্রণ করেছেন তা প্রকাশিত সংবাদের কোথাও প্রতিফলিত না হওয়ায় সংবাদটি রিপোর্টার শামীমুল হক বলে স্পষ্টভাবে বলা যায়।

মিথ্যা ও মনগড়া সংবাদ পরিবেশনকারী পত্রিকাটির সম্পাদককে মো. ফখরুল ইসলামের পক্ষ থেকে প্রকাশিত সংবাদটির অভিযোগের সাথে মো. ফখরুল ইসলামের সংশ্লিষ্টতা প্রমাণের সরাসরি চ্যালেঞ্জ জানানো হলো। প্রমাণ ব্যর্থ হলে মিথ্যা ও উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ পরিবেশের দায় স্বীকার করে উক্ত পত্রিকার সম্পাদককে গণমাধ্যমে ক্ষমা চাওয়ার অনুরোধ করা হলো।

উল্লেখিত শিরোনামে সংবাদের অন্য অংশের ব্যাপারে আমাদের কোন মতামত নেই। আমরা আশা করবো সংবাদটি যে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে সেইরকম গুরুত্ব সহকারে প্রতিবাদ লিপিটিও ছাপা হবে।

তাছাড়াও দ্রুত ক্ষমা চেয়ে এই মিথ্যা  উদ্দেশ্য প্রণোদিত সংবাদের মাধ্যমে মো. ফখরুল ইসলামের সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবস্থানের যে ক্ষতি সাধন করা হয়েছে তার প্রতিকার না হলে আমরা হলুদ সাংবাদিকতা, মিথ্যা  ও মানহানিকর সংবাদ পরিবেশের অপরাধে অভিযুক্ত করে পত্রিকাটির সম্পাদক-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.