কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি করার সময় নাইট গার্ড চোরকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে নাইট গার্ডকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করেছে।
গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর আনুমানিক ৬টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চোর রাব্বিকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাইট গার্ড দেলোয়ার হোসেন।
বাদীর লিখিত অভিযোগে জানা যায়, ২৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে ৫টার সময় বিভিন্ন কক্ষে গ্যাসের পাইপ দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে রাব্বিসহ আরো কয়েকজন। এ সময় নাইটগার্ড দেলোয়ার হোসেন তাদেরকে দেখে ফেলে এবং চুরি কার্যে বাধা প্রদান করলে বিবাদীগণ দেলোয়ারের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গাল মন্দসহ প্রাণ নাশেরও হুমকি দেয়।
ডিউটি শেষ করে হাসপাতালের গেটের সামনের দোকানে নাস্তা করতে গেলে ঐ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা রাব্বি গং দেলোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে বেধরক মারধর করতে থাকে। দেলোয়ারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। রাব্বিদের ধারালো অস্ত্রের আঘাত ফেরাতে গিয়ে দেলোয়ার হোসেনের বাম হাতের অঙ্গুল ভেঙে যায় এবং হাতের কবজির জোড়া ছুটে গেছে। উক্ত ক্ষতস্থানে ৬ টি সেলাই করতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশোর কুমার ধর বলেন, দীর্ঘদিন যাবৎ হাসপাতালের ভেতরে ঢুকে বখাটেরা মাদক সেবন চুরি ছিনতাই করে আসছিল। গত শুক্রবার ভোরে রাব্বিসহ আরো কয়েকজন মিলে চুরি উদ্দেশ্য দরজা খোলার সময় নাইট গার্ড দেলোয়ার হোসেন রাব্বিকে বাধা দেয়। রাব্বি বাধাপ্রাপ্ত হয়ে দেলোয়ারকে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে দেলোয়ার ডিউটি শেষ করে নাস্তা করতে হোটেলে গেলে রাব্বিসহ তার সঙ্গিয়রা দেলোয়ার হোসেনের উপর হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনায় নাইট গার্ড দেলোয়ার হোসেন বাদী রাব্বি ও তার সঙ্গিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফোয়াদ রুহানি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাইট গার্ডকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।