মাদারীপুরে বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে নিজ কার্যালয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন থেকে একটি মাদক ব্যবসায়ী চক্র সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১টার দিকে ওই গ্রামের নান্নু দর্জির বাড়িতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামের দুইজনকে আটক করা হয়। তাদের দখল থেকে নয়টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগী এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। এদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরে করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।