× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে কৃষি ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫ পিএম

ছবি: সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ১৯৮৮ সালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনে যাত্রা শুরু করে কৃষি ব্যাংকের এই শাখা। গত ৩৮ বছর ধরে সুনামের সাথে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাংকের জন্য বিদ্যালয়ের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি কিছু মহল প্ররোচনায় এ শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।

বক্তারা বলেন, আমরা চাই ব্যাংকের শাখা এখানেই থাকবে। কেউ অতি উৎসাহী হয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে আমরা তা প্রতিহত করব। যেকোনো মূল্যে এ ব্যাংক আমরা এখানে রাখবই। এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা, চাঁদপুর জেলা প্রশাসক’সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলেও তারা জানান।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মোবারক হোসেন, কামাল হোসেন,  শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ানসহ আরো অনেকে।

বিক্ষোভ মিছিলে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো জনতা অংশগ্রহণ করেন। আয়োজনে ছিলেন নাউরী এলাকার সর্বস্তরের জনগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.