লামা থানা পুলিশ ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন। এদের মধ্যে ৩ জন নারী। গতকাল রোববার এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তাররা হলো, মো. হাসান (২৭), ইয়াছমিন আরা (২৪), খতিজা বেগম (৫৫) ও শাহানু আক্তার (৩৫)। ৪ জন গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করে কোর্টে পাঠানো হয়
সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে লামা থানাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশীস্থ হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে থেকে ইয়াবাসহ আসামীদেরকে আটক করা হয়। ধৃত মাদক পাচারকারীদের মদ্যে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিকর।
তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানাগেছে। ২৮ সেপ্টেম্বর ইয়াবা ট্যাবলেটসহ তারা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশীতে অবস্থানকালে স্থানীয়রা আটক করে লামা থানাধীন কুমারী পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে, এসআই জামিল আহমদের নেতৃত্বে মাদক কারবারীদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।