বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলার ফুলগাজী উপজেলার ৬নং জি এম হাট ইউনিয়নে সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। প্রধান অতিথি হিসেবে এলাকার জনসাধারণের সাথে মত-বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
জি এম হাট ইউনিয়নের বশিকপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদগাহ কমিটির আয়োজনে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার প্রমুখ।
বক্তব্য রাখেন মো. জাকির হোসেন,সাহাব উদ্দিন,মহিউদ্দিন ভূঁইয়া,ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া,ফেনী রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতীব মুফতী মনসুরুল হক প্রমুখ। মত-বিনিময় সভার আগে ড. মনজুর হোসেন স্থানীয় পূর্ব বৈশিকপুর আরএইচডি ব্রিজ সড়কের কার্পেটিং উন্নয়ন কাজের উদ্বোধন করেন। যার ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ টাকা।