× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূজামণ্ডপে নিরাপত্তায় বিজিবি

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগান পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিশেষ গুরুত্ব দিয়ে বিজিবি সদস্যরা কাজ করবে। সীমান্ত থেকে ৮ কিলোমিটার এলাকার সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, জুড়ী থানার এসআই মো: আল-আমিন, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা পূজামণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.