বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগান পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিশেষ গুরুত্ব দিয়ে বিজিবি সদস্যরা কাজ করবে। সীমান্ত থেকে ৮ কিলোমিটার এলাকার সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, জুড়ী থানার এসআই মো: আল-আমিন, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা পূজামণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।