× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট।

২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আজ পল্লী সঞ্চয় ব্যাংকের বোর্ডরুমে প্রথমবারের মতো রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব ও বিআরডিবি’র মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলী মহোদয়।

এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান প্রস্তাবক নুরে আলম তালুকদার মহোদয়; পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক মোঃ ফরহাদুল ইসলাম ভূঞা মহোদয়; এবং ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু মহোদয়।

সভায় উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক মহোদয়গণসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

আলোচনায় ব্যাংকের মনিটরিং ব্যবস্থা আরও জোরদারকরণ, সেন্ট্রাল ও জেলাওয়ারি রিকভারি কমিটি গঠনসহ ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সভায় উপস্থিত সকলেই পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.